জাতীয় ডেস্ক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বরগুনার মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাবন্দি ফজলুল হক খানের (৭২) মৃত্যু হয়েছে। তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি অবস্থায় ছিলেন।
সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ও কারারক্ষীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফজলুল হক খান ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
ফজলুল হক খানের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামে। তার বাবার নাম মৃত নাদের আলী খান।