হোম ঢাকা ঢামেকে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আবারও একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। জন্মের কিছু সময় পর অবশ্য এক নবজাতক মারা গেছে। বাকি চারজনকে হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক নারী পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এর মধ্যে একটি শিশু মারা গেছে। বাকি চার নবজাতককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে গত ১২ অক্টোবর সকালে রমাল ডেলিভারিতে এক নারী পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন। এর মধ্যে একটি ছেলে ও চারটি মেয়ে ছিল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন