হোম জাতীয় ঢাকা-বরিশাল মহাসড়কে শ্যামলী পরিবহনের বাসচাপায় নিহত ২

জাতীয় ডেস্ক :

ব‌রিশা‌ল থেকে ঢাকাগামী শ‌্যামলী প‌রিবহ‌নের বাসচাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হ‌য়ে‌ছেন। এ ছাড়াও আহত হয়েছেন দুজন।

রোববার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দি‌কে ঢাকা-ব‌রিশাল মহাসড়কের বাবুগ‌ঞ্জের রহমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন: ভ‌্যা‌নের যাত্রী ফজলুল হক (৬৩) ও সু‌মি আক্তার (৪০)। এ ছাড়া নিহত সু‌মি আক্তারের ছে‌লে চার বছর বয়সী তাওহীদ ও ভ‌্যানচালক জয়নাল (৫০) আহত হ‌য়ে‌ছেন। ‌নিহত‌ ব্যক্তিদের বাড়ি রহমতপু‌রের মা‌নিককা‌ডি এলাকায়।

দুর্ঘটনার পরপরই ঢাকা-ব‌রিশাল মহাসড়ক অব‌রোধ ক‌রেন বিক্ষুব্ধ এলাকাবাসী। আধা ঘণ্টা পর পুলিশের আশ্বাসে স‌রে যান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ‌্যামলী প‌রিবহ‌নের যাত্রীবা‌হী বাস‌টি কুয়াকাটা-ঢাকা রু‌টের। কুয়াকাটা থে‌কে বাস‌টি ব‌রিশা‌লে পৌঁছা‌নোর পর দুপুর পৌ‌নে ১২টার দি‌কে ব‌রিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থে‌কে ঢাকার উদ্দেশে ছে‌ড়ে আসে। রহমতপুর ব্রি‌জের ঢা‌লে পৌঁছলে সড়ক পার হ‌তে যাওয়া এক‌টি যাত্রীবা‌হী ভ্যানকে চাপা দেয় বাস‌টি। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। ভ‌্যানচালক‌ ও এক শিশু‌কে আহত অবস্থায় উদ্ধার করে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হয়েছে।

‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত ফা‌তিমা ব‌লেন, দুর্ঘটনায় দুজন নিহত হ‌য়ে‌ছেন। মহাসড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকলেও দ্রুতই তা স্বাভাবিক হয়।

ব‌রিশাল এয়ারপোর্ট থানার পরিদর্শক আমানউল্লাহ আল বারী ব‌লেন, বাস‌টি জব্দ করা গেলেও এর চালক ও হেলপার পা‌লি‌য়ে‌ছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন