হোম জাতীয় ঢাকা-উত্তরবঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

জাতীয় ডেস্ক :

দেড় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

গাজীপুরে জয়দেবপুর রেলস্টেশন এলাকায় রোববার (০৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তেলবাহী ট্রেনের শেষের চারটি বগি লাইনচ্যুত হয়। দুপুর ২টার দিকে ট্রেনের বাকি অংশ সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ রেজাউল ইসলাম বলেন, ‘ওই চারটি ছাড়া ট্রেনের অন্য বগি সরিয়ে নেয়ায় ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এখন ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি সরিয়ে নেয়ার কাজ করবে। এটি করতে সন্ধ্যা নাগাদ সময় লাগবে।’

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ জানান, রোববার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মালবাহী ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে ক্রসিং এলাকায় পৌঁছালে চারটি বগি লাইনচ্যুত হয়।

এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুদিকের কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। বন্ধ থাকে জয়দেবপুর-শিববাড়ি সড়কের যান চলাচল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন