নিউজ ডেস্ক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রেডিও পাকিস্তান জানিয়েছে, রোববার (২৪ আগস্ট) বিকালে সাক্ষাতকালে তারা দুই দেশের মধ্যে পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত করা নিয়ে আলোচনা করেন।
একই সঙ্গে যুব সংযোগ বৃদ্ধি, সংযোগ বৃদ্ধি এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় উঠে আসে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইউনূস ও ইসহাক অঞ্চলের সাম্প্রতিক উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনাগুলোও আলোচনা করেন।
সরকারি রেডিও আরও জানিয়েছে, ইসহাক দার প্রধান উপদেষ্টার জন্য দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি প্রধান উপদেষ্টাকে ঢাকায় তার ব্যস্ততা এবং তার সফরের মূল ফলাফল সম্পর্কে অবহিত করেন।
সেই সঙ্গে ইসহাক চমৎকার সফর ব্যবস্থা এবং সফরকালে তাকে ও তার প্রতিনিধিদলকে উষ্ণ আতিথেয়তার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
পররাষ্ট্র দপ্তর দারের দুই দিনের সফরকে – ১৩ বছরের মধ্যে কোনও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশে – দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি “গুরুত্বপূর্ণ মাইলফলক” বলে অভিহিত করেছে।
পররাষ্ট্র দপ্তরের (FO) X-তে প্রকাশিত এক পোস্ট অনুসারে, দার ইউনূসের সাথে দেখা করেন এবং তার সফরের উন্নয়ন সম্পর্কে তাকে অবহিত করেন। তারা “এই অঞ্চলের সাম্প্রতিক উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা” নিয়ে আলোচনা করেন।
“আলোচনায় দুই দেশের মধ্যে পুরনো সংযোগ পুনরুজ্জীবিত করা, যুব সংযোগ বৃদ্ধি, সংযোগ বৃদ্ধি এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলি অন্তর্ভুক্ত ছিল,” এফও লিখেছে।