হোম অন্যান্যসারাদেশ ডুমুরিয়ায় এক লাখ ষাট হাজার টাকার কাজ : বিশ হাজার টাকায় শেষ

ডুমুরিয়ায় এক লাখ ষাট হাজার টাকার কাজ : বিশ হাজার টাকায় শেষ

কর্তৃক
০ মন্তব্য 137 ভিউজ

খুলনা অফিস :
খাল পুনঃ খননের জন্য এক লাখ, ষাট হাজার টাকা সরকারি বরাদ্ধ নিয়ে এক ইউপি সদস্য (প্রকল্পের চেয়ারম্যান) মাত্র বিশ হাজার টাকা ব্যয় করে খাল খনন কাজ সম্পান্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গণ-স্বাক্ষর সম্বলিত এলাকাবাসীর এক লিখিত অভিযোগ করেছে খুলনা জেলা প্রশাসক বরাবর। ঘটনাটি ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নে চেচুড়ি গ্রামে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থ বছরে খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চেচুড়ি গ্রামে খাজা গাজীর মাছের খামারের নিকট হতে রিকাবুল গাজীর মাছের ঘের অভিমুখে খাল পুনঃ খনননের জন্য, উপজেলার প্রকল্প বাস্তবায় (পিঅইও) দপ্তর থেকে (কাবিখা) ৫টন, ১০০ কেজি চাল পায়। যার বর্তমান বাজা মুল্য এক লাখ, যাট হাজার টাকা। ওই প্রকল্পের চেয়ারম্যান ছিলেন ইউপি সদস্য মোঃ শহিদুল মহালদার, তিনি ওই কাজ সম্পান্ন করেছেন মাত্র বিশ হাজার টাকায়। এমন অভিযোগ জানিয়ে সম্প্রতি খুলনা জেলা প্রশাসকের কাছে অভিযোগকারীর প্রধান একই গ্রামের মোঃ হাদীউজ্জামান গাজী।

এমন অভিযোগ প্রত্যাক্ষান করেছেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্রকল্প বাস্তবায়নকারী চেয়ারম্যান মোঃ শহিদুল মহালদার। তিনি বলেন খাল খননে ত্রæটি ছিলো সত্য। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) নির্দেশে ত্রæটিপূর্ণ কাজ, ঠিক করে দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আশরাফ হোসেন বলেন, খনন কাজে অনিয়ম ছিলো। তবে পরে খনন কাজ বুঝে নেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন