শেখ এনামুল বাসার টিটো,ডুমুরিয়া :
ডুমুরিয়ার কুলবাড়িয়া স্লূইচ গেটের কপাট ও ভেড়িবাঁধ ভেঙ্গে গেছে তেলিগাতী নদীর প্রবল স্রোতে। জানাজায়,ডুমুরিয়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া তেলিগাতি নদীর জোয়ারের প্রবল স্রোতে ৫নং আটলিয়া ইউনিয়নের ৪ নং কুলবাড়িয়া স্লুইস গেটের কপাট ও সামনের ভেড়িবাঁধ ভেঙ্গে যেয়ে তেলিগাতি নদীর জোয়ারের লবণ পানি ঘ্যাংরাইল নদীতে ঢুকে পড়ে।
ঘ্যাংরাইল নদীর পানি উপচে পড়ে হাজার হাজার বিঘা জমির বোরো ধান ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বোরো ধান চাষী কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। দ্রুত ভাবে গেটের কপাট ও ভেড়িবাঁধ সংস্কার করা না হলে আবাদি বোরো ধান বাঁচানো যাবেনা। ফলে এলাকার কৃষকেরা অতি দ্রুত কুলবাড়িয়া স্লুইস গেটের কপাট ও ভেড়িবাঁধ সংস্কার করে তেলিগাতি নদীর জোয়ারের লবণ পানি প্রবেশ বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।