হোম অন্যান্যসারাদেশ ডিবি হাইস্কুলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অভিভাবক দলের সাথে মতবিনিময় সভা
প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাই স্কুলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অভিভাবক দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।৯ ফেব্রুয়ারী ২০২১ তারিখ বিকাল ৩টায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অভিভাবক দলের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, অভিভাবক দলের মো. সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ৪ নং, ৫ নং ও ৬ নং ওয়ার্ডের অভিভাবক কাপল গ্রুপের ১৮ জন সদস্য। ব্র্যাকের সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স ও  প্রতীকি যুব সংসদ এর আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপর অভিভাবক সদস্যরা নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি প্রতিরোধে এক বছরের জন্য কর্ম পরিকল্পনা তৈরী করেন।
উক্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মো. সাইফুল ইসলাম বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি প্রতিরোধে আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং সবাইকে একসাথে কাজ করতে হবে, বিশেষ করে অভিভাবকদেরকেও ভূমিকা রাখতে হবে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাতক্ষীরা প্রকল্প অফিসের মো. আব্দুল মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্স’র মো. শিমুল হোসেন  ও মো. মনির হাসান।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন