বাণিজ্য ডেস্ক :
মাসের শেষে ঠান্ডা রাজধানীর নিত্যপণ্যের বাজার। দরদামে নেই ওঠানামা। চাহিদা-জোগানও স্বাভাবিক রয়েছে। মাসের শুরুতে আবার বিক্রি বেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা দোকানিরা জানান, চাহিদা বাড়লেই অনেক সময় অসাধু ব্যবসায়ীদের তৎপরতা বেড়ে যায়। তবে মাসের শুরু-শেষ থাকলেও চড়া মূল্যের বাজারে সংসারের খরচের হিসাব মেটাতে ভোক্তাদের নিরন্তর যুদ্ধের কোনো শেষ থাকে না।
চড়া মূল্যের বাজারে এসে একজন বাবা হিসেবে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে রাজধানীর বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘প্রতিটি জিনিসেরই দাম বেশি। আগে যে পণ্য এক কেজি কেনা হতো, এখন সেটি ৭৫০ গ্রাম করে কিনতে হচ্ছে। বড়রা হয়তো বোঝে। কিন্তু বাচ্চারা তো বোঝে না। বাচ্চারা হয়তো মনে করে যে বাবা আমাদের খাওয়াবেন না, তাই এটি বলছেন।’
ভোক্তাদের নাভিশ্বাস তোলা এই নিত্যপণ্যের বাজারে মাসের শেষের দিকে স্থবিরতা নেমে আসে। এ সময় কমে যায় হাঁকডাক ও বেচাকেনার চাপ। ঠান্ডা বাজার মেনে চলে চাহিদা-জোগানের সরল সমীকরণ। বেশির ভাগ সময় মাসের শেষভাগে দাম বৃদ্ধির অস্থিরতা থাকে না।
চলমান বাজার পরিস্থিতি নিয়ে এক ব্যবসায়ী বলেন, ‘মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে আমাদের বেচাকেনা কমে আসে। এ সপ্তাহে অন্য কোনো পণ্যের দাম বাড়েনি। সব পণ্যের সরবরাহই রয়েছে। শুরু চিনি নিয়েই সমস্যা বিরাজ করছে।’
এ বিষয়ে এক ক্রেতা বলেন, ‘আমাদের তো ওরকম আয়ও নেই যে আমরা বেশি বেশি পণ্য কিনব। কারণ, এখন সব ধরনের পণ্যের দামই চড়া।’
মাসের শেষ দিকে বাজার ঠান্ডা থাকলেও মাসের শুরুতে ক্রেতার ক্রয়ক্ষমতা বাড়লে আবারও বাজার জমে ওঠে। তখন আবার কখনো কখনো সক্রিয় হন দাম বাড়ানোর অপেক্ষায় থাকা অসাধু ব্যবসায়ীরা। এক বিক্রেতা বলেন, মাসের শুরু দিকে সবারই বেচাবিক্রি বেশি থাকে। সরবরাহ ঠিক থাকলে দামও ঠিক থাকে।
অসাধু ব্যবসায়ীদের তৎপরতা তুলে ধরে আরেক ব্যবসায়ী বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী রয়েছে যারা মাসের শুরুতে যখন দেখে বাজারে সব বেচাকেনা ভালো যাচ্ছে, ক্রেতাদের মধ্যে চাহিদাও রয়েছে, সে সময় তারা কিছু কিছু পণ্য মজুত করে ফেলেন। তারপর যখন বাজারে সেসব পণ্যের ঘাটতি দেখা দেয়, সব দোকানেও সে পণ্য মেলে না, তখন যাদের কাছে সে পণ্যগুলো থাকে, তারা সেগুলো বেশি দামে বিক্রি করে। অনেক ব্যবসায়ীই সে সময় বাজারের কৃত্রিম সংকটের ফায়দা লোটে।
তবে কখনোই যেন স্বস্তি আসে না হিসাব মেলাতে গিয়ে ভোগ কমিয়ে দেয়া ভোক্তাদের। তারা বলেন, প্রায় এক বছর ধরে পণ্যের দাম বাড়ছেই, তা কোনোভাবেই কমছে না। বাজারে কোনো পণ্যের দাম একবার বাড়লে তা আর কমে না। বাজার কোনো সময় স্বস্তিদায়ক ছিল না। এখনও নেই।
মাসের শুরু কিংবা শেষ, কখনো যেন অযথা দাম বৃদ্ধির ঘানি টানতে না হয়, সেই দাবি হিসাব কষে বাজারে আসা ক্রেতাদের।
