হোম জাতীয় ট্রেনে আগুন: দগ্ধদের সব ধরনের সহযোগিতা দিতে বলেছেন প্রধানমন্ত্রী: ডা. সামন্ত লাল

ট্রেনে আগুন: দগ্ধদের সব ধরনের সহযোগিতা দিতে বলেছেন প্রধানমন্ত্রী: ডা. সামন্ত লাল

কর্তৃক Editor
০ মন্তব্য 116 ভিউজ

জাতীয় ডেস্ক:

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ আরও দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। এ নিয়ে দগ্ধ হয়ে ১০ জন এ হাসপাতালে ভর্তি আছেন। সবার অবস্থাই আশঙ্কাজনক।

শনিবার (৬ জানুয়ারি) বিকেলে চিকিৎসাধীন রোগীদের দেখার পর এসব বিষয় জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, শুক্রবার রাতে আটজন রোগী এসেছিলেন। আজ দুপুরে আরও দুজন এসেছেন। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে। সবাই ঝুঁকিতে আছেন। তারা মানসিকভাবে ট্রমায় আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সব ধরনের সহযোগিতা করতে বলেছেন।

১৫৪ যাত্রী নিয়ে শুক্রবার দুপুর ১টায় বেনাপোল থেকে কমলাপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। যাত্রাপথে ১১টি স্টেশনে বিরতি নেয় বেনাপোল এক্সপ্রেস। ট্রেনে কমলাপুরগামী যাত্রী ছিলেন ৪৯ জন। ট্রেন ঢাকায় পৌঁছানোর কথা রাত ৯টার দিকে। এর মধ্যে রাজধানীর গোপীবাগ পৌঁছালে আগুনের ঘটনা ঘটে। এতে ট্রেনের চার বগি পুড়ে ছাই হয়েছে। এসব বগিতে থাকা চারজনের মৃত্যু হয়েছে। দগ্ধ ৮ জন বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন।

এর আগে গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে যায়। পরে একটি বগি থেকে মা ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন