হোম খেলাধুলা টি-টোয়েন্টিতে রোহিত শর্মার বিশ্বরেকর্ড

খেলাধূলা ডেস্ক :

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছয়ের তালিকায় শীর্ষে ছিলেন মার্টিন গাপটিল ও রোহিত শর্মা সমানে সমান। তবে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ছক্কা হাঁকিয়ে সিংহাসনটা নিজের করে নিলেন ভারতের অধিনায়ক। এই ফরম্যাটে এখন সবচেয়ে বেশি ছক্কার মালিক রোহিত শর্মা।

বৃষ্টির কারণে ৮ ওভারে নেমে আসা ম্যাচটি ভারত জিতেছে ৬ উইকেটে। রোহিত ২০ বলে করেন ৪৬ রান, যে ইনিংসে ৪টি করে চার-ছক্কা হাঁকান হিটম্যান খ্যাত এই ওপেনার।

টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিতের ব্যাট থেকে আসা মোট ছক্কা এখন ১৭৬টি। ১৭২ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। এরপরের স্থানটি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের। টি-টোয়েন্টিতে ১২৪টি ছক্কা মেরেছেন ক্যারিবীয় এই বাঁহাতি ব্যাটসম্যান। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান ১২০টি এবং অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১১৯ ছক্কা নিয়ে তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩৮ ম্যাচ খেলে রোহিত ৩,৬৭৭ রান করেছেন। ৪টি সেঞ্চুরি ও ২৮টি হাফসেঞ্চুরি রয়েছে রোহিতের ঝুলিতে। রোহিতের মোট রানের ২৮.৭১ শতাংশই এসেছে ছক্কা থেকে।

এদিকে নিজের এমন বিধ্বংসী ব্যাটিং দেখে নিজেই অবাক হয়েছেন ভারতের অধিনায়ক। অস্ট্রেলিয়াকে হারিয়ে ম্যাচসেরার পুরস্কার নেয়ার সময় রোহিত বলেন, ‘আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। ভাবিনি এভাবে ব্যাট করতে পারব। সত্যি বলতে, গত আট থেকে নয় মাস ধরে এই রকমের ক্রিকেট খেলিনি। তাই একটু অবাক লাগছিল।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন