বিনোদন ডেস্ক :
কলকাতায় ক্যারিয়ার শুরু করে মুম্বাইতে পাড়ি দিয়েছেন অনেক অভিনেত্রী। হয়তো দর্শকের কাছে টালিউডের কাজটি খুব একটা সমাদৃত হয়নি বলে অনেকেই জানেন না।
এমন অনেক ভারতীয় তারকা আছেন যারা ক্যারিয়ারের শুরু করেছিলেন কলকাতার টালিগঞ্জে কিন্তু জায়গা করে নিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রিতে। জনপ্রিয়তা কুড়িয়েছেন বলিউডের হয়েই। হয়তো দর্শকের কাছে টালিউডের কাজটি খুব একটা সমাদৃত হয়নি বলে অনেকেই জানেন না।
জনপ্রিয় বলিউড অভিনেত্রী রানী মুখোপাধ্যায়। তবে রানী মুখার্জী নামেই বেশি পরিচিত তিনি। ১৯৯৬ সালে ‘বিয়ের ফুল’ ছবিতে টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছিলেন রানী। এরপর ১৯৯৭ সালে বলিউডের ‘রাজা কি আয়েগী বারাত’ ছবির মধ্য দিয়ে হিন্দি সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন তিনি।
সোনালি যুগের জনপ্রিয় তারকা শর্মিলা ঠাকুর। ১৯৬০ সালে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা পরিচালক সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবিতে অভিনয় করে শুরু হয়েছিল তার ক্যারিয়ার। প্রথম ছবিটিই আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছিল।
বলিউডের চর্চিত অভিনেত্রী রাধিকা আপ্তে। তাকে নিয়ে বি টাউনে কম চর্চা হয় না। জন্মসূত্রে তিনি মারাঠি হলেও প্রথম অভিনয় করেন বাংলা সিনেমায়। বিখ্যাত বাংলা ছবি ‘অন্তহীন’ এ প্রথম আত্মপ্রকাশ করেছিলেন তিনি। বর্তমানে বলিউডের সিনেমা থেকে ওটিটি প্লাটফর্মে রীতিমত ঝড় তুলছেন তিনি।
বলিউডের বাঙালি অভিনেত্রী হিসেবে বেশ পরিচিত বিদ্যা বালান। মূলত হিন্দি ছবিতে কাজ করলেও তার অভিনয় যাত্রার শুরুটা হয়েছিল বাংলা ছবি দিয়েই। ২০০৩ সালে ‘ভালো থেকো’ নামক বাংলা ছবি দিয়েই অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। এরপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি হিন্দি ছবি ‘পরিণিতা’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন বিদ্যা বালান।
বিখ্যাত চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেন কন্যা কঙ্কনা সেন শর্মা। বর্তমানে বলি তারকা হিসেবেই পরিচিত তিনি। তবে অভিনেত্রী বাংলা ছবি দিয়েই নিজের অভিনয়ের কাজ শুরু করেছিলেন। সুব্রত সেন পরিচালিত ‘এক যে আছে কন্যা’ ছবিতে প্রথমবার কাজ করেছিলেন কঙ্কনা সেন শর্মা। এরপরও গয়নার বাক্স সহ কয়েকটি বাংলা ছবিতে কাজ করেছেন কঙ্কনা।
