জাতীয় ডেস্ক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা চার কার্যদিবস ধরে দরপতন হয়েছে। এই চার দিনে প্রধান সূচক ডিএসইএক্স হ্রাস পেয়েছে ১২৪ পয়েন্ট।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইএক্স ৫ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে ৭২৪৩ পয়েন্টে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই হ্রাস পেয়েছে ৬৭ পয়েন্ট।
বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ৪৩৩ কোটি ৮৭ লাখ টাকা। এটি বিগত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। পূর্বে গত ২৮ জুলাই ডিএসইতে ১ হাজার ৩৬০ কোটি টাকার লেনদেন হয়েছিল, সেটি গত কার্যদিবসের চেয়ে ৫১৯ কোটি টাকা কম ছিল। বুধবার লেনদেনে হয়েছিল ১ হাজার ৯৫২ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি হয়েছে ১১৪টির, হ্রাস পেয়েছে ২১৯টির, অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ফরচুন, বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি, ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, ডেলটা লাইফ, পাওয়ার গ্রিড, বিএটিবিসি ও জেনেক্স ইনফয়েজ লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং, দেশবন্ধু, ফরচুন, বিডি ল্যাম্পস, এনআরবিসি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, শাইনপুকুর সিরামিকস ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
এদিকে সিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৪৬ কোটি ২২ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৯০টির, হ্রাস পেয়েছে ১৭৯টির, অপরিবর্তিত রয়েছে ২৫টির।
