হোম রাজনীতি টাঙ্গাইল-২: স্বতন্ত্র প্রার্থীর সভায় ভাঙচু‌র চালাল এমপি ছোট মনিরের সমর্থকরা

রাজনীতি ডেস্ক:

স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর নির্বাচনী সভায় হামলা ও ভাঙচু‌রের অভিযোগ উঠেছে টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় হামলাকারী‌দের নাম উল্লেখ ক‌রে থানায় অভি‌যোগ দেয়া হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপু‌রে ভুঞাপুর কাচা বাজারের ডেল্টা লাইভ ইনস্যুরেন্স কার্যাল‌য়ে নির্বাচনী সভায় এ হামলা চালায় নৌকা প্রতীকের প্রার্থী তানভীর হাসান ছোট ম‌নিরের অনুসারীরা। হামলার পর থেকে ভুঞাপু‌রে উত্তেজনা বিরাজ কর‌ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।

এ সময় সভায় উপ‌স্থিত ছি‌লেন: আওয়ামী লী‌গের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, ভুঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ, গোপালপুর পৌরসভার মেয়র র‌কিবুল হক ছানা, উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সা‌বেক ভাইস চেয়ারম‌্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম বাবলুসহ দুই উপ‌জেলার আওয়ামী লী‌গের নেতারা।

উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, ‘এমপি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু নেতাকর্মী‌দের নি‌য়ে ইন্স‌্যু‌রেন্স কার্যালয়ে নির্বাচনী সভা শুরু হয়। এ সময় অত‌র্কিতভ‌বে নৌকা প্রতী‌কের প্রার্থীর অনুসারীরা হামলা ক‌রে ভাঙচুর ক‌রে।’

এম‌পি প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, ‘নির্বাচনীসভা চলাকালীন সম‌য়ে আওয়ামী লীগ ম‌নোনীত প্রার্থী ছোট ম‌নি‌রের ক‌্যাডাররা হামলা ক‌রে‌ছে। এ সময় অফি‌সে ভাঙচুর করে এবং হুম‌কি দেয়া হয়। এছাড়া আমা‌দের টার্গেট ক‌রে ইটপাট‌কেল নিক্ষেপ ক‌রে হামলাকারীরা। প‌রে পু‌লিশ‌কে জানানো হলে পু‌লিশ এসে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হামলাকারী‌দের নাম উল্লেখ ক‌রে থানাসহ নির্বাচন ক‌মিশ‌নে অভি‌যোগ দেয়া হ‌য়ে‌ছে ‘

তি‌নি ব‌লেন, ‘প্রার্থীর ওপর যদি হামলা হলে ভোটার ও সমর্থকরা অংশগ্রহণ করবে না। ‌জীবনের ঝুঁকি নিয়ে ভোট দি‌তে আস‌বে না। ভোটাররা যদি ভোটকেন্দ্রে না আসতে পারে আমরাই যদি প্রচারণার ক্ষেত্রে বাধাগ্রস্ত হই, তাহলে ভোটাররা কিভা‌বে ভোট দিতে আসবে।’

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল‌্যাহ জানান, ঘটনার পরই সেখা‌নে অতি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন