জাতীয় ডেস্ক :
টাঙ্গাইল সদর উপজেলার বাহির শিমুল গ্রামের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক নারীর মাথাবিহীন মরদেহের খণ্ডিত কয়েক টুকরা উদ্ধার করেছে পুলিশ। দুদিন তল্লাশি চালিয়েও এখনও মরদেহের মাথা ও একটি হাতের হদিস পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। তবে দ্রুতই মরদেহের পরিচয় সনাক্তাসহ খুনিকে আটক করতে পারবে বলে আশা করছে পুলিশ।
শনিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত বাকী টুকরা উদ্ধারে অভিযান চালিয়েও কোনো হদিস পায়নি। মরদেহের মাথা এবং একটি হাত উদ্ধারে শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল থেকে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার বিকেলে স্থানীয় এক কৃষক কাজ করতে গিয়ে ধানক্ষেতে মাথাবিহীন একটি মরদেহের কয়েক টুকরা দেখতে পায়। পরে তিনি অন্যদের জানালে মুহূর্তের মধ্যেই লোকজন জড়ো হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে দুটি পা, একটি হাত ও শরীর উদ্ধার করলেও মাথা ও একটি হাত খুঁজে পায়নি।
স্থানীয়রা জানায়, এর আগে কখনও এলাকায় এ ধরনের ঘটনা ঘটেনি। এ ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি তাদের।
টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, পুলিশের অভিযান অব্যাহত আছে। দ্রুতই মরদেহের পরিচয় সনাক্তসহ খুনিকে গ্রেফতার করতে পারবে পুলিশ।
