হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহ ওয়ারেন্টভূক্ত পালাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

ঝিনাইদহ অফিস :

ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের একটি দল চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত এক পালাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গত বুধবার (২৬ জানুয়ারি) সাড়ে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল চুয়াডাঙ্গা জেলার সদর থানার ভালাইপুর বাজার এলাকায় আভিযান চালিয়ে আনোয়ার হোসেন আনু (৫০) নামে এক ওয়ারেন্টভূক্ত পালাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী মেহেরপুর সদর উপজেলার খাচারিপাড়া গ্রামের মোসলেম আালীর ছেলে। সে মেহেরপুর জেলার সদর থানার জিআর মামলা নং-৩৬৪/১৮ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে মেহেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন