হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহে ৭২ হাজার ৮’শ জনকে দেওয়া হচ্ছে করোনার টিকা

ঝিনাইদহ অফিস :

সরকার ঘোষিত গণটিকা কার্যকমে ঝিনাইদহে ৭২ হাজার ৮’শ জনকে দেওয়া হচ্ছে করোনার টিকা। সকাল থেকে জেলার ৬৭ টি ইউনিয়ন, ৬ টি পৌরসভার মোট ২’শ ৬২ টি কেন্দ্রের মাধ্যমে টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাড়িয়ে টিকা নিতে দেখা গেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, রেজিস্ট্রেশন ছাড়াই নাম, বয়স ও মোবাইল নম্বর দিয়ে টিকাদান কেন্দ্রগুলো থেকে টিকা নিতে পারছেন নানা শ্রেণী পেশার মানুষ। ১২ বছরের উপরে সর্বমোট ৭২ হাজার ৮০০ জনকে টিকা দেওয়া হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। রেজিস্ট্রেশনের ভোগান্তী ছাড়া আর হাতের নাগালে টিকা পেয়ে খুশি সর্বস্তরের মানুষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন