ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহে ৫ বছরের শিশু ধর্ষনের অভিযোগ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে শৈলকুপা উপজেলার রয়েড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রোববার বিকেলে প্রতিবেশী এক শিশুকে একা পেয়ে তার বাড়িতে ধর্ষন করে রয়েড়া গ্রামের তরিকুল জোয়ার্দ্দার।
এসময় শিশুটির চিৎকার শুনে তার মা এগিয়ে আসে। তখন তরিকুল পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে সোমবার রাতে শৈলকুপা থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর আজ সকালে রয়েড়া গ্রাম থেকে তরিকুল জোয়ার্দ্দারকে গ্রেফতার করে পুলিশ।
