ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে ২৪ ঘন্টায় মারা গেছে ২ জন প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্তের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৮’শ ৯০ জনে। আক্রান্তের হার ৬১.০৯ ভাগ। এছাড়াও গত ২৪ ঘন্টায় মারা গেছে ২ জন। ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা ইউনিটে বেড সংকট দেখা দিয়েছে।
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, আজ সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাবে পরীক্ষা করা ২’শ ৯৩ জনের মধ্যে ১৭৯ জনের করোনা পজেটিভ এসেছে। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ৭১ জন।
