হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহে পুকুর থেকে শিশু দুই ভাই বোনের মৃতদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য মা আটক

ঝিনাইদহে পুকুর থেকে শিশু দুই ভাই বোনের মৃতদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য মা আটক

কর্তৃক
০ মন্তব্য 102 ভিউজ

ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহে একটি পুকুর থেকে শিশু দুই ভাই বোনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে সদর উপজেলার বানিয়াকান্দর জামতলার একটি পুকুর থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়। এ ঘটনায় মা মনিরা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে মায়ের সাথে শিশু মাহি ও সাফিয়া খাতুন বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে মা মনিরা বেগম বাড়িতে ফিরে আসে। সন্তানদের না পেয়ে পাশের বাড়ির রাবেয়া খাতুনকে সাথে নিয়ে পুকুরে খুঁজতে যায়। খোজখুজির এক পর্যায়ে শিশু দুটির লাশ পাওয়া যায়। পরে পুলিশ তাদরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মা মনিরা বেগমকে আটক করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ মনিরা খাতুন তার সন্তানদের হত্যা করেছে। তবে এটি হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যু তা সঠিক ভাবে জানাতে পারেনি পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন