ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে রবিউল ইসলামের জমিতে থাকা দোকান ভাংচুর ও গাছ পালা কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় রবিউলের স্ত্রী সালমা বেগম মঙ্গলবার রাতে তার পরিবারের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন।
খোজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে শরিকানা সম্পত্তি নিয়ে একই গ্রামের রেজাউল ইসলাম, আছিয়া বেগম ও রতন মোল্লার সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৮ মে মধ্যরাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের উত্তর পাশ্বে রবিউল ইসলামের একটি মুদি দোকান প্রতিপক্ষরা ভাংচুর করে ৩০ হাজার টাকার ক্ষতি করে।
এছাড়াও তা বাড়ির উত্তর পার্শ্বে বেশ কয়েকটি মেহগনি গাছ কেটে ফেলে প্রতিপক্ষরা। এত করে ২০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে উক্ত ব্যক্তিরা খুন জখমের হুমকি দেয়। ফলে চরম নিরাপত্তা-হীনতায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবার।