হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর, গুলি, আটক ১

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর, গুলি, আটক ১

কর্তৃক
০ মন্তব্য 102 ভিউজ

ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু‘দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, বাড়িঘর-দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) সকালে পৌর এলাকার সাতগাছি গ্রামে এঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা যায়, পৌর এলাকার সাতগাছি গ্রামে আ‘লীগের সামাজিক মাতব্বর সাবেক ওর্য়াড কমিশনার নজির উদ্দীণ ভোল্টার সাথে স্থানীয় আ‘লীগ নেতা নজরুল ইসলামের বিরোধ চলে আসছিল । এরই সুত্র ধরে উভয়ই গ্রুপের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পয়ার্য়ে সকাল ১০টার দিকে নজরুল মাতব্বরে বাড়ি ইট পাটকেল ছোড়ে ও একাধিক বাড়িঘর ভাংচুর করে প্রতিপক্ষরা । এর জের ধরে নজরুল গ্রুপের লোকজনও দোকানপাট বাড়িঘরে হামলা চালায়। এসময় সাবেক কাউন্সিল ও পৌর যুবলীগ নেতা রবিউল ইসলাম লাল্টুকে আটক করেছে পুলিশ। শৈলকুপা সার্কেল আরিফুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুলিশ ৫ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন