ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় পৌর কাউন্সিলরের ছেলেসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব-৬।
বুধবার রাত ১২টার দিকে উপজেলার হাসপাতাল রোডস্থ নজরুল মঞ্চের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে মাদক মামলায় ঝিকরগাছা থানায় তাদেরকে সোপর্দ করা হয়েছে।
আটক আরিফ শাহরিয়ার (প্রিস্ন) (২৫) কাটাখাল এলাকার কাউন্সিলর শরিফুল ইসলামের এবং রুবেল হোসেন (৩০) মাগুরা ইউনিয়নের অমৃতবাজার গ্রামের হবিবর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টা ২০ মিনিটের দিকে আটককৃতরা হাসপাতাল রোডস্থ নজরুল মঞ্চের সামনে মাদক বিকিকিনির সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব আটক করে। এ সময় আরিফ শাহরিয়ারের দেহ তল্লাশি করে ৪০০ পিস ও রুবেল হোসেনের কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার হয়।
আসামিরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সেবন ও বেচাকেনা করে আসছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।