হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠির রাজাপুরে মাহেন্দ্র টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত

ঝালকাঠির রাজাপুরে মাহেন্দ্র টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত

কর্তৃক Editor
০ মন্তব্য 113 ভিউজ

ঝালকাঠি প্রতিনিধি :

কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের সমবায়-ক্লাব এলাকায় মঙ্গলবার সকালে মাহেন্দ্র ও টেম্পো মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীসহ ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, টেম্পোতে থাকা রাসেল আকন (২৮) গরু ব্যবসায়ী হানিফ হোসেন (৩০), মাহেন্দ্র ড্রাইভার বাবু (২০) সহ মাহেন্দ্র থাকা অপর ২ যাত্রীসহ মোট ৫ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে মাহেন্দ্র ড্রাইভার বাবুর অবস্থা আশংকা জনক হওয়ার তাকে ঢাকা মেডিকেল প্রেরণ করা হয়েছে। অপর আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায়, রাজাপুর থেকে টেম্পোটে গরু নিয়ে ভান্ডারিয়া যাওয়ার পথিমধ্যে সমবায় ক্লাব এলাকায় ভান্ডারিয়া দিক থেকে ছেড়ে আসা যাত্রীবাহি মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ দুমড়েমুচড়ে যাওয়া মাহেন্দ্রটি থানায় নিয়ে এসেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন