ঝালকাঠি প্রতিনিধি :
বরিশাল-পিরোজপুর মহাসড়কে ঝালকাঠির রাজাপুর উপজেলার মোবারককাঠি নামক স্থানে পিরোজপুরগামী যাত্রিবাহী বাস ও বরিশালগামী পিকআপ এর মুখোমুখি সংঘর্ষে নিহতরা হলেন- নলছিটি উপজেলার দপদপিয়ার প্রয়াত আব্দুল মজিদ খানের ছেলে বাসের সুপার ভাইজার মো. ছরোয়ার হোসেন দুলাল খান (৫৭) ও পটুয়াখালির গলাচিপার মো. নুরুল ইসলামের স্ত্রী নুরবানু (৭০)।
শনিবার (১৯ ফেব্রুয়ারী) রাত আটটার দিকে রাজাপুর উপজেলার বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে বাগড়ি ও পিংড়ি এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠন আহতদের উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।নিহত সহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আটটার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা আলহামদুলিল্লাহ নামের পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থল উত্তর বাঘরী এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী পল্লী বিদ্যুতের সরঞ্জামসহ শ্রমিকদের নিয়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ২ জন নিহত ও ১৬ জন আহত হয়।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে আহত ১৬ জনের মধ্যে ৭ জনকে ভর্তি রেখে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, গুরুতর আহত ব্যক্তিদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিছু আহত ব্যক্তিদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।