হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠির রাজাপুরে বাল্যবিয়ের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠি  প্রতিনিধি :

কঞ্জন কান্তি চক্রবর্তী ,  ঝালকাঠির রাজাপুরে বাল্যবিয়ের অপরাধে মেয়েরে মাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে  উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর সাউথপুর এলাকায় কনে পক্ষের বাড়িতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন ।

দণ্ডিত ওই এলাকার প্রবাসী মো. ছিন্টু হাওলাদারের স্ত্রী মোসাঃ তাছলিমা বেগম (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একই উপজেলার পার্শ্ববর্তী বড়ইয়া ইউনিয়নের দক্ষিন উত্তমপুর এলাকার মাহবুবুর রহমানের ছেলে মো. রিয়াজুল ইসলামের সাথে তাছলিমা বেগম, তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ের  বিয়ের আয়োজন করেন।খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় । ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টেরপেয়ে বর পক্ষ পালিয়ে যায়। এসময় কনের মাকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন