হোম বরিশালঝালকাঠি ঝালকাঠির রাজাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝালকাঠির রাজাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিরর রাজাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসই ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল হাসান বাপ্পি,মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতার হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ১ শূন্য গোলে ৫৬ নং আরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ৩০নং রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ১ শূন্য গোলে ১১ নং পশ্চিম নৈকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ২২ নং সাংগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দল জেলা পর্যায়ে প্রতিদ্বন্ধিতা করবে এরপরে বিভাগ ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন