ঝালকাঠি প্রতিনিধি :
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ঝালকাঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের সুগন্ধা নদীর তীরে পৌর খেয়াঘাট এলাকার বধ্যভূমিতে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়।
জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক, জেলা আওয়ামী লীগ সাধরণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
