বাণিজ্য ডেস্ক:
গত অর্থবছরের জুনের তুলনায় চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে দেশে রেমিট্যান্সের পরিমাণ কমেছে। জুলাইতে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩০ লাখ ডলার।
মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসে দেশে এসেছে ১৯৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। তবে গত অর্থবছরের শেষ মাস জুনে দেশে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ২২ কোটি ৬০ লাখ মিলিয়ন ডলার।
এর আগে জুলাই মাসের প্রথম ২৮ দিনে দেশে আসে ১৭৪ কোটি ৯২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এরমধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪৭ কোটি ৬ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, জুলাই মাসের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে ৩২ কোটি ২৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এ ছাড়া ১৫ থেকে ২১ জুলাই দেশে আসে ৪৩ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলার। চলতি মাসের প্রথম ১৪ দিনে ৯৯ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আর জুলাই মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছিল ৪৬ কোটি ৫৬ লাখ ডলার।
এদিকে সদ্যবিদায়ী ২০২২-২৩ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর ২০২১-২২ অর্থবছরে দেশে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স, যা সদ্যবিদায়ী ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ৫৭ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ডলার কম।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। ২০১৯-২০ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৮২০ কোটি ৫০ লাখ ১০ হাজার ডলার। আর ২০১৮-১৯ অর্থবছরে দেশে ১ হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, সদ্যবিদায়ী ২০২২-২৩ অর্থবছরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩৯ কোটি ৯১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫২ কোটি ২২ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১ হাজার ৭৬১ কোটি ২০ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ৭১ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যবিদায়ী অর্থবছরের জুন মাসে দেশে ২১৯ কোটি ৯০ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা ওই অর্থবছরের সর্বোচ্চ ও বিগত পাঁচ অর্থবছরের মধ্যে জুন মাসে আসা সর্বোচ্চ রেমিট্যান্স।
এদিকে ২০২২-২৩ অর্থবছরের সদ্যবিদায়ী জুন মাসে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স আসে ৩৩ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৯৪ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৪ কোটি ৬০ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৫৬ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।
বাংলাদশে ব্যাংক জানায়, ২০২১-২২ অর্থবছরের জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কোটি ৭২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরের জুন মাসে দেশে রেমিট্যান্স আসে ১৯৪ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার। ২০১৯-২০ অর্থবছরের জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কোটি ২৬ লাখ ৩০ হাজার ডলার। আর ২০১৮-১৯ অর্থবছরের জুন মাসে দেশে রেমিট্যান্সে এসেছিল ১৩৬ কোটি ৮২ লাখ ২০ হাজার ডলার।
সদ্যবিদায়ী অর্থবছরের জুলাইতে ২০৯ কোটি ৬৩ লাখ ২০ হাজার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার, সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ৪০ হাজার, নভেম্বরে ১৫৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার, ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৭ লাখ, জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ৪ লাখ ৮০ হাজার, মার্চে ২০২ কোটি ২৪ লাখ ৭০ হাজার, এপ্রিলে ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার, মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ও জুন মাসে এসেছে ২১৯ কোটি ৯০ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
