হোম এক্সক্লুসিভ জুনিয়র মালিঙ্গাকে দলে নিল রংপুর

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের আগামী আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা। বুধবার (১৩ সেপ্টেম্বর) তাকে দলে ভেড়ানোর বিষয়টি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

পাথিরানা হুবহু মালিঙ্গা স্টাইলে বল করে থাকেন, যে কারণে অনেকে তাকে জুনিয়র মালিঙ্গা বলেও ডাকেন। ২০২১ সালের শেষের দিকে পরিচিত হয়ে উঠেন এ ক্রিকেটার। ওই সময় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্ধর্ষ বোলিং করে নয়া মালিঙ্গা তকমা পান তিনি। কুয়েতের বিপক্ষে এক ম্যাচে ৩ ওভারে ৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে সবার নজর কাড়েন। শ্রীলঙ্কা ওই ম্যাচে জয় পায় ২৭৪ রানের বড় ব্যবধানে।

সেই পাথিরানা আইপিএলের পর এবার খেলছেন জাতীয় দলের হয়েও। কদিনেই দলের সবচেয়ে নির্ভরযোগ্য পেসারে পরিণত হয়েছেন তিনি। পাওয়ার-প্লে কিংবা স্লগ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে এরইমধ্যে সুনাম কুড়িয়েছেন। তুলতে পারেন গতির ঝড়ও।

পাথিরানা বিপিএলেও গতির ঝড় তোলার অপেক্ষায়। তাকে দলে ভেড়ানোর কথা জানিয়ে ফেসবুকে রংপুর লিখেছে, ‘বেবি মালিঙ্গা। মাথিশা পাথিরানা একজন রাইডার।’

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৮টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন পাথিরানা। সংক্ষিপ্ত ফরম্যাটে কোনো উইকেট নিতে না পারলেও ওয়ানডেতে ১২ উইকেট নিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন