রাজনীতি ডেস্ক :
আওয়ামী লীগের সভপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ইনডেমনিটি আইন করে বঙ্গবন্ধুর খুনিদের বাঁচিয়েছে জিয়াউর রহমান।
মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নানক বলেন, যারা দেশকে পিছিয়ে নিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। শেখ হাসিনার হাতকে সুসংহত হবে।
দলটির সভপতিমণ্ডলীর আরেক সদস্য মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা দেশে ফেরাতেই বঙ্গবন্ধুর খুনিরা শাস্তি পেয়েছে। যারা আইনকে বুটের তলায় পিষ্ট করেছিল তারাই এখন আইন শেখায়। এতে হাসি পায়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশে খুনিদের রাজত্ব করতে বাংলার মানুষ দেবে না। তোমাদেরকে বিজয়ের মাসে দেশ ছাড়া করব। এভাবেই খুনিদের দেশ ছাড়া করব আমরা।
তিনি বলেন, ১৫ আগস্টের খুনিরা এখনো দেশে বিচরণ করার সাহস দেখায়। শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়েছে, তখন এই খুনিদের বংশধররা অপপ্রচার হুমকি দিচ্ছে। সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদকে উসকে দিচ্ছে তারা।
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, বিজয়ের মাসে রাজাকারদের সাথে মিলে মহাসমাবেশের নামে আমাদেরকে হুমকি দিচ্ছে। সেদিন নাকি খালেদা জিয়াকে নিয়ে দেশকে নেতৃত্ব দেয়াবে। আজকে তারা হুমকি দিয়ে ভয় দেখিয়ে গণতন্ত্রকে শেষ করে দিতে চায়। বেআইনিভাবে তারা নব্য কায়দায় ক্ষমতায় বসতে চায়।
এসময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ৭৫ এর খুনিরা আবারো সক্রিয় হয়েছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে।