হোম জাতীয় জিডিপিতে বাংলাদেশের অর্থনীতির অবস্থান ৩৫: তথ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক :

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিবেদন অনুযায়ী, জিডিপির তালিকায় বাংলাদেশের অর্থনীতির অবস্থান ৩৫তম।

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত ‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব ২০২৩’ উদ্বোধন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘এটি আমাদের দেশের জন্য অনেক বড় একটি প্রাপ্তি। অথচ আমাদের গণমাধ্যমে এত বড় একটি সাফল্যের খবর তেমন একটা আসেনি।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন পিছিয়ে যাই, তখন গণমাধ্যমে ফলাও করে তা প্রকাশ পায়। অথচ যখন আমাদের সাফল্য আসে, তখন কেনো গণমাধ্যম তা ফলাও করে প্রকাশ করে না। আমাদের এসব সাফল্যের খবর গণমাধ্যমের উচিত ফলাও করে প্রকাশ করা।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক অর্থনীতির এমন বিরূপ অবস্থায়ও জিডিপিতে বাংলাদেশের অর্থনীতির এমন বড় সাফল্য আমাদের উজ্জীবিত করে। আমাদের চেয়ে পিছিয়ে আছে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভিয়েতনামের মতো দেশ। আমাদের ঠিক আগে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, মিশর ও অস্ট্রিয়া।’

‘বাংলাদেশ বদলে গেছে, বদলে যাচ্ছে’ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এই ক্রান্তিলগ্নে যখন পুরো বিশ্ব থমকে গেছে, সে সময় বাংলাদেশে আওয়ামী লীগ সরকার উদ্বোধন করে মেট্রোরেলের, যা আমাদের দেশের জনগণের জন্য বিশাল মাইলফলক।’

‘কলকাতার মেট্রোরেল থেকেও আমাদের মেট্রোরেল আধুনিকতার দিক থেকে উন্নত’ মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘কলকাতার পত্রিকা আনন্দবাজার আমাদের মেট্রোরেলের উদ্বোধনের দিন ফিচার করেছে, আধুনিকতার দিক থেকে কলকাতার মেট্রোরেল থেকে বাংলাদেশের মেট্রোরেল আধুনিকতায় অনেক উন্নত।’

এ সময় তিনি চলচ্চিত্রের প্রসঙ্গে সংকট মোকাবিলা করে চলচ্চিত্র সংসদ ঘুরে দাঁড়াচ্ছে মন্তব্য করে বলেন, ‘করোনা মহামারি আমাদের থেকে ৩ বছর কেড়ে নিয়েছে। করোনার যে ভয়, সেই ভয়কে জয় করে বাংলাদেশের মানুষ সিনেমা হলে যাচ্ছে। আমাদের সিনেমা দেখতে কলকাতায় এক কিলোমিটার লাইন হয়েছে, যা অভাবনীয়।’

অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন বাচসাসের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।

আরও উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমীন ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস ও শাহীন আলম।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন