হোম জাতীয় জাল ভোট দিতে গিয়ে কিশোরসহ আটক ৩৭

জাতীয় ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে ৩৭ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

এ সময় নাটাই দক্ষিণ ইউনিয়নের ছোটহরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, নরসিংসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, আবদুল হক একাডেমি কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কিশোর বয়সের বেশ কয়েকজন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হয়। ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্রে ঢুকে জাল ভোট দেয়ার চেষ্টাকালে ৩৭ জনকে আটক করে পুলিশ। তাদের থানায় নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে সিদ্ধান্ত নেয়া হবে।

নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ৯টি সাধারণ ওয়ার্ডের সদস্যপদে ২৮ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা আসনের সদস্যপদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নের মোট ভোটার ২২ হাজার ৩৮১ জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন