হোম জাতীয় জামালপুরে কবরস্থানের জমি ফেরত চান বাসিন্দারা

জাতীয় ডেস্ক :

জামালপুরে ইসলামপুর উপজেলার কুলিয়া ইউনিয়নে নদী ভাঙনে সব হারানো মানুষের কবরস্থানের জন্য রাখা জমি গোপনে অন্যত্র বিক্রি করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার নারী-পুরুষসহ মাদ্রাসা শিক্ষার্থীরা জমি ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে কবরস্থানের জায়গায় দাঁড়িয়ে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় মানববন্ধন করেছেন।

কুলিয়া ইউনিয়নের হাজারও মানুষ নদী ভাঙনের শিকার হয়ে উঁচুরাস্তা ও বাঁধসহ বিভিন্নস্থানে আশ্রয় নিয়েছেন। অনেকেই উলিয়া গ্রামে বসবাস করছেন। এই গ্রামে মানুষের মৃত্যুর পর কবর দেয়ার কোনো জায়গা নেই। এলাকাবাসী সাবেক চেয়ারম্যান আছাদুজ্জামানের কাছে দাবি করেন কবরস্থানের জন্য একটি জায়গা করে দেয়ার। তিনি ব্যক্তিগতভাবে দুই একর জমি উলিয়া দারুল উলুম মাহ্ফুজীয়া নুরানী কিন্ডার গার্ডেন ও হাফেজিয়া মাদ্রাসার নামে দান করেন। পরে এলাকায় একটি কবরস্থানের জন্য মাদ্রাসার পাশে ৩৪ শতাংশ জমি ক্রয় করতে জমির মালিকের সঙ্গে চূড়ান্ত করেন।

গোপনে জমিটি অন্যত্র বিক্রি করে দেয়ার খবর পেয়ে এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়েন। তারা বলেন, এই এলাকার জমিজমা সবই যমুনা নিয়ে গেছে। কোনো মানুষ মারা গেলে জানাযা বা কবর দেয়ারও জায়গা নাই। এলাকাবাসী কবরস্থানের জন্য জায়গাটি কেনার সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ করেই কাতার প্রবাসী একব্যক্তি গোপনে জায়গাটি কিনে নিয়েছেন। এলাকারবাসী জায়গাটি ফিরিয়ে দেয়ার অনুরোধ করেছেন। অন্যথায় জায়গাটিতে কাউকে বসবাস করতে দেয়া হবে না।

পরে ইসলামপুর থানা পুলিশ বিষয়টি আপোষের মাধ্যমে সুরাহার আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন