নিজস্ব প্রতিনিধি:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের-এমপি গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাধারণ সম্পাদক মো: আশরাফুজ্জামান আশু-এমপি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টামন্ডলীর সদস্য মনোনীত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা-অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শাখাওতুল করিম (পিটুল), মশিউর রহমান বাবু, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, পৌর জাতীয় পার্টির সভাপতি ও ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা ছাত্র সমাজের সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াছিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সদর উপজেলা যুবসংহতির সভাপতি মো: বদরুজ্জামান বদু, সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম, পৌর যুবসংহতির সভাপতি নাহিদ সুলতান শাহিন, সাধারণ সৈয়দ জাকির হোসেন বনি প্রমুখ।