হোম আন্তর্জাতিক জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

কর্তৃক Editor
০ মন্তব্য 123 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে জাপানের উত্তর-মধ্যাঞ্চলে সুনামি আঘাত হেনেছে। সোমবার (১ জানুয়ারি) ইশিকাওয়া প্রশাসনিক অঞ্চলের ওয়াজিমা শহরে ১.২ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানে। খবর এনডিটিভির।

শনিবার জাপানের উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের প্রভাবে এরইমধ্যে দেশটির ইশিকাওয়া প্রশাসনিক অঞ্চলের ওয়াজিমা শহরে ১.২ মিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে।

এছাড়া পানির স্রোত ৫ মিটার (১৬.৫ ফুট) পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে। এ কারণে জনগণকে যত দ্রুত সম্ভব উঁচু ভূমি বা নিকটবর্তী ভবনের চূড়ায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।

হাওয়াই-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, জাপান উপকূলে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ মিটারের (১৯০ মাইল) মধ্যে বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে।

জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, জাপানের প্রধান দ্বীপ হোনশুর পাশ্ববর্তী জাপান সাগরের নোটো অঞ্চলে স্থানীয় সময় বিকেল ৪টা ০৬ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার কম্পন শুরু হয়।এর পরে বিকেল ৪টা ১০ মিনিটে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, বিকেল ৪টা ১৮ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, বিকেল ৪টা ২৩ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার একটি, বিকেল ৪টা ২৯ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প এবং বিকেল ৪টা ২৯ মিনিটে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন