হোম আন্তর্জাতিক জাপানের জলসীমায় আরও ক্ষেপণাস্ত্র চালাল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

জাপানের জলসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একদিন পরই এবার সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া।

বুধবার (২০ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বিষয়টি নিশ্চিত করে তারা। দেশটির পূর্ব উপকূল থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে গিয়ে পড়ে বলে জানা গেছে। একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো পিয়ংইয়ংকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।

এ যেন ক্ষেপণাস্ত্র পরীক্ষার উৎসবে মেতেছে উত্তর কোরিয়া। গেল এক সপ্তাহেরও বেশি সময় ধরে একের পর পর বিভিন্ন পাল্লা এবং ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে দেশটি। ক্রুজ মিসাইল থেকে শুরু করে হাইপারসনিক মিসাইল, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পর এবার ফের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করে পিয়ংইয়ং।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে অবস্থিত দেশটির প্রধান সাবমেরিন ঘাঁটি থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬০ কিলোমিটার উচ্চতায় উঠে সাড়ে ৪০০ কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে পড়ে। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটি উন্নত নিয়ন্ত্রণ নির্দেশিকা প্রযুক্তি দিয়ে তৈরি, যা এর গতিপথ অনুসরণে ব্যবহৃত ট্র্যাকিং সিস্টেমকে কঠিন করে তুলতে সক্ষম।

এদিকে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় আঞ্চলিক নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে রয়েছে উল্লেখ করে পিয়ংইয়ংকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়্যাং ওয়েনবিন।

তিনি বলেন, কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনা এবং উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারন করছে। সংকট নিরসনে বিবদমান সবপক্ষকে সংযত আচরণের আহ্বান জানাচ্ছি আমরা। কোরীয় উপদ্বীপের নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আলোচনার টেবিলে বসার কোন বিকল্প নেই।

এর মধ্যেই, কোরীয় উপদ্বীপের চলমান উত্তেজনা নিরসনে এবং উত্তর কোরিয়া ইস্যুতে আলোচনা করতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধানরা। বৈঠকে পিয়ংইয়ংয়ের সঙ্গে বৈঠকের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে ওয়াশিংটন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন