হোম খেলাধুলা জানা গেল আইপিএলে যতদিন খেলবেন মোস্তাফিজ

জানা গেল আইপিএলে যতদিন খেলবেন মোস্তাফিজ

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে (১২ কোটি ৩৭ লাখ টাকা) মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে লাল-সবুজের এই প্রতিনিধি কতদিন খেলতে পারবেন, তা নিয়ে আছে নানা প্রশ্ন। যদিও এ নিয়ে এবার কিছুটা ধারণা দিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ইনচার্জ শাহরিয়ার নাফিস।

গণমাধ্যমে তিনি বলছিলেন, ‘প্রথমত মোস্তাফিজকে অনেক অনেক অভিনন্দন। আমার কাছে মনে হয়েছে এটা তার প্রাপ্য। আর নির্দিষ্ট যে তারিখের ব্যাপারটা, ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আছেন, তিনি বলতে পারেন। তবে এই জায়গার একজন অংশীদার হিসেবে বলতে পারি, আমরা যোগাযোগটা পরিষ্কার করেছি। আইপিএল, বিসিসিআই ও ক্রিকেটার তিনটা অংশ, কিন্তু সে (মোস্তাফিজ) জানে আসলে কত সময় আইপিএল খেলতে পারবে।’

তিনি এ-ও বলছিলেন, ‘আর (মোস্তাফিজ) কতটুকু খেলতে পারবে না, ওটার ওপর ধারণা করে কিন্তু তাকে দলে নিয়েছে। আমার মনে হয় সবাই খুশি, এটা নিয়ে সমস্যা হবে না। তো এটুকু বলতে পারি যে মোস্তাফিজ বড় ম্যাচগুলোই খেলবে। আইপিএলের কোনো সমস্যা হবে না।’

এদিকে বিসিবি সূত্র বলছে, আগামী বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় দেশে ফিরবেন মোস্তাফিজ। তিন ম্যাচের সিরিজ শেষে ফের আইপিএলে যোগ দেবেন।

এর আগে, ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন, আইপিএলে দল পেলে ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিতে আপত্তি নেই বিসিবির। তার ভাষ্যমতে, ‘আইপিএলের বেশিরভাগ সময়ের জন্যই এনওসি দেব আমরা। কারণ, আমরা চাই তারা যতটা বেশি সময় সম্ভব খেলুক। আমরা তাদের ন্যূনতম প্রয়োজনে দেশে ফিরিয়ে আনব।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন