হোম খুলনাসাতক্ষীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালী

কর্তৃক Editor
০ মন্তব্য 26 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসানের নেতৃত্বে শুক্রবার বিকালে শহরের সংগীতা মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান এসময় বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হৃদয়ের সবটুকু ভালোবাসা সঞ্চিত করে স্যালুট ও অভিনন্দন জানাই স্বাধীনতার মহান ঘোষক, মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। যিনি জীবনের ঝুঁকি নিয়ে স্বশরীরে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন।
এসময় সেখানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৃণাল কান্তি রায়, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড.আব্দুল সাত্তার, বিএনপি নেতা আবুল হাসান হাদী, দেবহাটা উপজেলার বিএনপি সভাপতি শেখ সিরাজুল ইসলাম, তালা উপজেলা বিএপির সাধারন সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, জেলা কৃষক দলের সাবেক সভাপতি আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির আহবায়ক শেখ মাসুম বিল্লাহ শাহীন, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজীব, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হানসহ অন্যান্যরা।
র‌্যালী ও আলোচনাসভায় এসময় জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন