হোম জাতীয় জাতীয় গ্রিডে ত্রুটি : স্বাভাবিক হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিদ্যুৎ পরিস্থিতি

জাতীয় ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়া ও তার আশপাশের এলাকায় সন্ধ্যার পর থেকে পর্যায়ক্রমে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির দিকে আসতে শুরু করেছে।

এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরের দিকে জাতীয় গ্রিডে ত্রুটি দেখা দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের সব কটি ইউনিট একযোগে বন্ধ হয়ে যায়।

এতে বাসাবাড়ি, কলকারখানাসহ সব স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। তবে সন্ধ্যা ৬টার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, সরাইল এলাকায় বিদ্যুৎ চলে এসেছে।

এর আগে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমান জানান, জাতীয় গ্রিডলাইনে ত্রুটি দেখা দেয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। তবে ঠিক কোথায় সমস্যা সৃষ্টি হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন