হোম অন্যান্যসারাদেশ জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কলারোয়া আ’লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কলারোয়া আ’লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 111 ভিউজ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কলারোয়া আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৭ ডিসেম্বর) বিকাল ৩টায় পশুহাট মোড় সংলগ্ন আ”লীগ কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর সদরের, প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌ-রাস্তায় এসে সমাবেশে মিলিত হন। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ”লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুক্তি যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ভারপ্রাপ্ত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন আল মাসুদ বাবু, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, আ”লীগ নেতা প্রধান শিক্ষক আজিজুর রহমান, মাস্টার হাফিজুর রহমান, আব্দুল মাজেদ বিশ্বাস, আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন, মহিলা নেত্রী রহিমা বেগম কাজল, সোনিয়া লাইলা, ছাত্রলীগ নেতা নিশাতসহ আ’লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন