আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি। ফেলে এখন কার্যত নেতৃত্বশূন্য জঙ্গি সংগঠনটি। প্রশ্ন উঠেছে, জাওয়াহিরির পর কে হচ্ছেন আল-কায়েদার নতুন প্রধান। ইতোমধ্যে একাধিক নাম শোনা যাচ্ছে। তাদের একজন হলেন আল-কায়েদার সিনিয়র নেতারা সাইফ আল আদেল। জাওয়াহিরির পর তিনিই গোষ্ঠীটির নতুন প্রধান হতে পারেন বলে মনে করা হচ্ছে। মিডল ইস্ট ইনস্টিটিউটের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এনডিটিভি।
ওসামা বিন লাদেনের জীবদ্দশায় জাওয়াহিরি ছিলেন সংগঠনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা। ২০১১ সালে লাদেন নিহত হওয়ার পর মিসরীয় শল্যচিকিৎসক জাওয়াহিরিকে দেয়া হয় সংগঠনের দায়িত্ব। তার মৃত্যুর পর আল-কায়েদার প্রধান হিসাবে প্রথমেই উঠে আসছে আদেলের নাম।
মিশরীয় সেনাবাহিনীর এক সময়ের সেনা কমান্ডার আদেল বর্তমানে আল-কায়েদার শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি। আদেল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসী তালিকাতেও রয়েছেন। ১৯৬০ বা ১৯৬৩ সালের ১১ এপ্রিলে তার জন্ম বলে উল্লেখ করা হয়েছে এফবিআই’র ওয়েবসাইটে।
এতে আরও বলা হয়েছে, মুহাম্মদ ইব্রাহিম মক্কাবি ও ইব্রাহিম আল মাদানি প্রভৃতি ছদ্মনামেও চলাফেরা করেন আদেল। তার ব্যাপারে তথ্য দেয়ার জন্য ১ কোটি ডলার পুরস্কারও ঘোষণা করে রেখেছে এফবিআই।
মিডল ইস্ট ইনস্টিটিউটের তথ্য মতে, ১৯৮৪ সালে আফগানিস্তানে সাবেক সোভিয়েতবিরোধী যুদ্ধের জন্য তহবিল গঠনের উদ্দেশে ওসামা বিন লাদেন, আয়মান আল জাওয়াহিরি, সাইফ আল আদেল ও অন্যান্যরা মিলে মাকতাব আল খিদামাহ নামে সংগঠন প্রতিষ্ঠা করেন। যা পরবর্তীতে আল-কায়েদা নামকরণ করা হয়।
১৯৮০-এর দশকেই আল কায়তার মিশরীয় শাখা ইজিপশিয়ান ইসলামিক জিহাদে যোগ দেন আদেল। আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধেও লড়াই করেন তিনি। আদেল মূলত একজন বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন।
এরপর ১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন অভিযানে অংশ নেন। ১৯৯৮ সালে তানজানিয়ার দারুস সালাম ও কেনিয়ার নাইরোবিতে মার্কিন দূতাবাসে হামলা চালান আদেল। একই সময়ে সোমালিয়ার মোগাদিসুতে মার্কিন বাহিনী ও হেলিকপ্টার ধ্বংসে নেতৃত্বে দেন। মূলত তখন থেকেই তাকে হন্যে হয়ে খুঁজছে ওয়াশিংটন।
আল কায়দার সম্ভাব্য নেতা হিসেবে আদেল ছাড়াও আরও অনেকের নাম উঠে আসছে। এদের মধ্যে রয়েছেন আবদ আল রহমান আল মাঘরিবি, ইয়াসিন আল সুরি ও আবু আবদুল করিম আল খোরাসানির মতো নেতা। এদের মধ্যে আল মাঘরিবির মাথার দাম ৭০ লাখ ডলার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
