এম, জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :
পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগ ও সাংবাদিকদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের হলরুমে ঐ সভা অনুষ্ঠিত হয়। গবেষনা প্রতিষ্ঠান বারসিকের কর্মসুচি কর্মকর্তা মফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জনপ্রতিনিধিসহ সাংবাদিকরা বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমজাদুল ইসলাম, বাবলু জোয়ারদার, রুবিনা পারভীন, লিয়াকত হোসেন খোকন, হাফিজুর রহমান, মফিজুর রহমান, জাহানারা খাতুন, জুবায়ের মাহমুদ, আশিকুর রহমান প্রমুখ।
