হোম অন্যান্যসারাদেশ জরাজীর্ণ সড়ক সংষ্কারে এগিয়ে এল চেয়ারম্যান মোজাফফর রহমান
নিজস্ব প্রতিনিধিঃ
তালা খলিষখালীতে একটি  রাস্তায় জরাজীর্ণ রাস্তার  অবস্তা  দেখে সংষ্কারে সহযোগিতার হাত বাড়ালেন চেয়ারম্যান মোজাফফর রহমান।  শুক্রবার(২৫জুন)সকালে দলীয় নেতা কর্মীদের সহযোগিতা নিয়ে তিনি রাস্তা সংষ্কারের কাজ শুরু করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, খলিষখালী ইউনিয়ন আ”লীগের সহ সভাপতি সুনীল দে, সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর ছাত্তার, সাবেক সাধারন সম্পাদক আশোক লাহেড়ি, যুবলীগ নেতা বিপ্লব মুখার্জী চাঁদু,  নারান হোড়, কৃষকলীগ নেতা মনিরুজ্জামান মনি প্রমুথ। চেয়ারম্যান মোজাফফর বলেন, জনগনের দুঃখের কথা ভেবে রাস্তাটি স্ব -উদ্যোগে সংস্কার করেছি।  রাস্তাটি বর্তমানে টেন্ডারে চলমান প্রক্রিয়াধীন।  অতিদ্রুত রাস্তাটি নির্মানের কাজ শুরু হবে ।  চেয়ারম্যান হিসাবে নয় দেশের একজন নাগরিক হিসাবে জনগনের পাশে আছি এবং ভবিষৎতেও থাকব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন