হোম জাতীয় জয়শঙ্কর ও আয়াজ সাদিকের সঙ্গে দুই উপদেষ্টার সাক্ষাৎ

জয়শঙ্কর ও আয়াজ সাদিকের সঙ্গে দুই উপদেষ্টার সাক্ষাৎ

কর্তৃক Editor
০ মন্তব্য 37 ভিউজ

নিউজ ডেস্ক:
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান জাতীয় সংসদ ভবনে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংয়েলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার আগে জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসেন এই বিশিষ্ট ব্যক্তিরা। উপদেষ্টারা এই জাতীয় শোকের সময়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য সফররত অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও শ্রীলঙ্কার পররাষ্ট্র, কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিতা হেরাথ এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ড. আলী হায়দার আহমেদ খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন