নিজস্ব প্রতিনিধি :
তালা উপজেলার বাগমারা জনগুরত্বপূর্ন রাস্তা বহালের দাবীতে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা।
এদিকে দাবী মানার কারনে রাস্তাটি বেড়া দিয়ে অবরোধ করে রেখেছে স্থানীয় গ্রামবাসী। তালা উপজেলা ভূমি কর্মকর্তার নির্দেশে সড়কে বেড়া দিয়ে জনচলা বন্ধ রেখেছে এমন দাবী গ্রামবাসীর।
সরজমিনে গেলে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, ১৯৭৯সালের তৎকালীন সংসদ সদস্য খলিলুর রহমান রাস্তাটি উদ্ধোধন করেন।বর্তমানে রাস্তা দিয়ে সংস্কার কাজ চলছে কিন্তু স্থানীয় ভাই ভাই দ্বন্দের কারনে রাস্তাটি অন্য পাশ দিয়ে ঘুরিয়ে নিতে চাইছে রবিউল ইসলাম, ও তার ভাই শেখ শফিকুল ইসলাম ওরফে আমিন শফি। এছাড়া জনগুরত্বপূর্ন সড়ক বন্ধ করে সরকারী কর্মকর্তাদের বুঝিয়ে দরিদ্র মানুষকে হয়রানি করেছে শফি আমিনের পরিবার বলে অভিযোগ তোলেন তিনি।
এলাকাবাসী জানায়, রবিউল ইসলাম ও শফি আমিন মোটা অংকের টাকার জোরে প্রশাসনকে ব্যাবহার করে এলাকার দরিদ্র মানুষদের হয়রানি করে আসছে। আজ তারা বাড়ির আসবার পত্র পানিতে ফেলে নিয়ে মিথ্যা মামলার চেষ্টা করেছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে রবিউল ইসলাম বলেন, পাশের বাড়ির শহিদুল গংদের সাথে রাস্তা নিয়ে বিরোধে চলে আসছিল। এনিয়ে তালা উপজেলা চেয়ারম্যানন সহ উপজেলা ভূমি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা তারা বিষয়টি দেখছেন। এছাড়া স্থানীয় কিছু লোক আমাদের বাড়িতে হামলার চেষ্টা করেছে বলে উল্টো অভিযোগ করেন তিনি।
তালা উপজেলার সহকারী ভুমি কমিশনার রুহুল কুদ্দুস বলেন,এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
