কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
আজ ১৮ সেপ্টেম্বর বিকেল ৪ ঘটিকায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের অফিস উদ্ভোদন ও নবাগত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কমিটির ৫১ সদস্য সহ মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, সৌদি আরব ও সিঙ্গাপুর শাখা’র উপ কমিটির ২২০ জন সদস্য নিয়ে এ অফিস উদ্ভোদন করা হয়। সামাজিক উন্নয়ন ও প্রবাসীদের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা। এ সময় স্থানীয় ব্যাক্তিবর্গ সহ প্রবাসী ও তাদের স্বজনদের উপস্থিতিতে কেক কেটে এ অনুষ্ঠানের শুভ উদ্ভোদন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হীরা মিয়া সরকার, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মীর মিছবাহুল ইসলাম, মিজানুর রহমান ফারুক প্রমুখ।