জাতীয় ডেস্ক :
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান বলেছেন, অভিভাবকরা তাদের সন্তানদের আমাদের ওপর ছেড়ে দিয়েছেন। তাদের দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, সমাজ ও রাষ্ট্রের মূল স্রোতে থাকার উপযোগী শিক্ষায় শিক্ষিত করতে হবে।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় সদর উপজেলার সতীঘাটা আশরাফুল মাদারিস ময়দানে খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের আয়োজনে বিভাগীয় উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাহমুদুল হাসান বলেন, কওমি শিক্ষার মুরব্বিরা ও সরকার যৌথভাবে কওমি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সেটাকে মূলভিত্তি করে শিক্ষার যথাযথ মান রক্ষা করতে হবে। একই সঙ্গে বিশ্বমানের শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, অভিভাবকরা তাদের সন্তানদের আমাদের ওপর ছেড়ে দিয়েছেন। তাদের দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, সমাজ ও রাষ্ট্রের মূল স্রোতে থাকার উপযোগী শিক্ষায় শিক্ষিত করতে হবে।
খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের সভাপতি মাওলানা মুস্তাক আহমাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের শাহী মুরাদাবাদ মাদ্রাসার মুহতামিম আল্লামা সায়্যিদ আশহাদ রশিদী, প্রধান আলোচক ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা মাহফুজুল হক। এছাড়া খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসিরুল্লাহসহ পরিষদের নেতারা বক্তব্য রাখেন।
সম্মেলনে ১০ জেলার কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে ১০টি শ্রেষ্ঠ কওমি মাদ্রাসাকে পুরস্কৃত করা হয়।
