হোম খেলাধুলা চেলসি থেকে ইউনাইটেডে মাউন্ট

খেলাধূলা ডেস্ক:

পাঁচ বছরের চুক্তিতে চেলসি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্ট। তার জন্য ইউনাইটেডকে খরচ করতে হয়েছে ৬৯ মিলিয়ন মার্কিন ডলার।

মাউন্টের সঙ্গে ম্যানচেস্টারের চুক্তি হয়েছে ২০২৮ সাল নাগাদ। এরপর আরও এক বছর মেয়াদ বাড়ানোর শর্তও রয়েছে চুক্তিতে।

২৪ বছর বয়সী মাউন্ট ক্লাব পর্যায়ে এখন পর্যন্ত ২৭৯ ম্যাচ খেলেছেন। তাতে ৫৮ গোল করার পাশাপাশি ৫৩টি অ্যাসিস্টও করেছেন তিনি। চেলসিতে বেড়ে উঠা এ তারকা ২০২১ সালে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। গত দুই মৌসুম ধরে তিনি ক্লাবটির বর্ষসেরা প্লেয়ারও নির্বাচিত হয়েছেন।

ইংল্যান্ডের হয়ে মাউন্ট এখন পর্যন্ত ৩৬ ম্যাচ খেলেছেন। ২০২১ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিল তার দল। সেই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাউন্ট।

ইউনাইটেডের সঙ্গে চুক্তি করে মাউন্ট বলেছেন, ‘যেখানে বেড়ে উঠেছি, সেই ক্লাবটি ছাড়া আমার জন্য সহজ ছিল না। আশা করি ম্যানচেস্টার ইউনাইটেড আমার ভবিষ্যৎ ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ যোগ করবে। ওদের বিপক্ষে খেলেছি, তাই জানি এই দলটা কতটা শক্তিশালী।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন