হোম অন্যান্যসারাদেশ চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের গাছ কাটার অভিযোগ

এম জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :

শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ ভবনের পূর্ব পাশে প্রায় ৮থেকে ১০ টি গাছ কাটা হয়েছে চেয়ারম্যান নেতৃত্বে বলে অভিযোগ উঠেছে। সরজমিনে আটুলিয়া ইউনিয়ন পরিষদ গিয়ে দেখা যায় যে বড় বড় বিভিন্ন প্রজাতির গাছ কাটা হয়েছে সাথে সাথে সরিয়ে ও ফেলা হয়েছে , তবে গাছের গোড়া দেখে বোঝা যায় যে কত বড় বড় গাছ কাটা হয়েছে।

স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা বলেন‌ চেয়ারম্যান লোক দিয়ে কাটিয়েছে , এবং ইউনিয়ন পরিষদের দফাদার বলেন আমি কিছু জানিনা চেয়ারম্যান নেতৃত্বে কাটা হয়েছে গাছ বিক্রি করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু বলেন ওখানে পাকা প্রাচীর দেওয়া হবে এজন্য গাছ গুলো কেটে ফেলছি , গাছ গুলো কোথায় আছে জানতে চাইলে তিনি বলেন যে বাহিরে এক জায়গায় রাখছি পরবর্তীতে নিলামে উঠানো হবে ।

এদিকে পরিবেশ নিয়ে আন্দোলন কারী সংস্থা সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ এর সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল হালিম বলেন গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এভাবে গাছ কাটা সঠিক না এতে আমাদের‌ই ক্ষতির সম্মুখীন হতে হবে ।

আবার স্থানীয় সুশীল সমাজের লোকজন বলছেন ইউনিয়নের অভিভাবক হয়ে এমন কাজ কিভাবে করলো এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খুঁতিয়ে দেখার অনুরোধ করছি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন